শেরপুর

শেরপুরে ইএসডিও’র কর্মশালা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ২২ মে ২০২৩ , ১১:৫১ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ইএসডিও’র কর্মশালা অনুষ্ঠিত



শেরপুরে ইএসডিও’র কর্মশালা অনুষ্ঠিত
 শেরপুর সদর উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে ২২ মে সোমবার সকাল ১১টায় ইকো সোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও’র সহকারি প্রোগ্রাম ম্যানেজার আরিফুন নাহার। এসময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ে প্রতিরোধ এবং বাল্যবিয়ে ও স্বামী পরিত্যাক্তা নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সংস্থাটি বিভিন্ন ইউনিয়নের গ্রামগঞ্জে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। এতে ১৫ বছর থেকে ২৪ বছরের যুব নারীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরি করছে ইএসডিও এবং সারাদেশের ৫৯ জেলায় তারা অবহেলিত স্বামী পরিত্যাক্তা ও যুব নারীদের দক্ষ করে তুলছেন। 
এসময় প্রশিক্ষণ কর্মশালায় ইউপি সদস্য, জনপ্রতিনিধি, নিকাহ্ রেজিস্টার (কাজী), ট্রেইলারিং মালিক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।