বাংলাদেশ

পানছড়ি উপজেলা শাখা কমিটি গঠন,বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ

  স্বাধীন বাংলা নিউজ ২ জুন ২০২৩ , ৯:২১ পিএম অনলাইন সংস্করণ

পানছড়ি উপজেলা শাখা কমিটি গঠন,বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ



পানছড়ি উপজেলা শাখা কমিটি গঠন,বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ।
খাগড়াছড়ি প্রতিনিধি
ঐক্য সংস্কৃতি উন্নয়ন প্রগতি বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদের মূলনীতি।
শুক্রবার (০২জুন)ত্রিপুরা যুব সংসদ পানছড়ি উপজেলা শাখা ১৯ সদস্য বিশিষ্ট ১ম তম কাউন্সিল সম্পন্ন করা হয়েছে,পানছড়ি লতিবান ইউনিয়ন পরিষদের হল রুমে ১ম কাউন্সিলে সভাপতি মাচাং জরমেল ত্রিপুরা,ইউপি সদস্য, সাধারণ সম্পাদক মাচাং রেপিময় ত্রিপুরাকে দিয়ে ১৯ বিশিষ্ট ১ম তম কমিটি গঠন করা হয়েছে। আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাচাং সাগর ত্রিপুরাকে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছে, বক্তব্য রাখেন মাচাং তনয় ত্রিপুরা সহ-সভাপতি বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ কেন্দ্রীয় কমিটি,মাচাং রূপক কুমার ত্রিপুরা,সাধারণ সম্পাদক বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ কেন্দ্রীয় কমিটি,মাচাং রামেন্দ্র লাল ত্রিপুরা,বিশিষ্ট সমাজসেবক, মাচাং বরেন্দ্র লাল ত্রিপুরা, বিশিষ্ট সমাজ সেবক মাচাং হিরেন্দ্র কুমার ত্রিপুরা,সভাপতি বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ, প্রধান অতিথি ছিলেন, মাচাং ভূমিধর রোয়াজা, চেয়ারম্যান ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি বলেন ত্রিপুরাদের আর্থিক-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের সামাজিক সচেতনতা, শিক্ষার আন্দোলন জোরদার করতে অপসংস্কৃতি বর্জন জাতীর ইতিহাস ঐতিহ্য বজায় রাখতে বাংলাদেশ ত্রিপুরা যুব সংসদ গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মাচাং সোনা মোহন ত্রিপুরা প্রমুখ।