দিনাজপুর

বর্তমান সরকার নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি

  স্বাধীন বাংলা নিউজ ১৩ জুন ২০২৩ , ১০:১৯ পিএম অনলাইন সংস্করণ

বর্তমান সরকার নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি



বর্তমান সরকার নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচি
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেছেন,বর্তমান সরকার নারীর অধিকার ও নারীর ক্ষমতায়নের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তাবায়ন করে যাচ্ছে।স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে নারীদের দক্ষ করে গড়ে তুলতে হবে।জীবন মান উন্নয়নে নারীদের প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছেন।আসুন সবাই মিলে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।১৩ জুন মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার ৩নং ফতেজংপুর ইউনিয়নের রাণিরবন্দর এলাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায়,জাতীয় মহিলা সংস্থার আয়োজনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি’র মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(দ্বিতীয় পর্যায়)উঠান বৈঠকে নারীদের মাঝে চেক বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।জানা গেছে,বাংলাদেশ আওয়ামী লীগ চিরিরবন্দর উপজেলা শাখার সহ-সভাপতি,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি,প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদিনের সাবেক ব্যক্তিগত নিরাপত্তা সহকারী ও দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা)আসনে মনোনয়ন প্রত্যাশী শ্রী জ্যোতিশ চন্দ্র রায় তৃণমূল পর্যায়ে সাধারন মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।