শেরপুর

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

  স্বাধীন বাংলা নিউজ ৩১ জুলাই ২০২৩ , ৯:০৫ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন



শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
 শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে ৩০ জুলাই রোববার দুপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট গ্রামের আলী আকবরের পুকুরে। এতে প্রায় তিন লাখ টাকার মৎস্য সম্পদের ক্ষতি সাধিত হয়েছে।  
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ধোপাঘাট গ্রামের মৃত হাছেন আলীর ছেলে কৃষক মো. আলী আকবরের সাথে একই গ্রামের প্রতিবেশী ছয়ফল মিয়ার ছেলে আকরাম হোসেন ও তার স্ত্রী রোজিনা বেগম গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে গ্রাম্যশালিশ দরবার হয় কয়েক দফা। এরই জের ধরে আকরাম হোসেন রোববার কোন এক সময় মো. আলী আকবরের ১০ কাঠা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ ভর্তি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে করে পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে বলে তিনি এমনটাই অভিযোগ করেন। 
এব্যাপারে ক্ষতিগ্রস্থ কৃষক ও মৎস্য চাষি মো. আকবর আলী সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করেছেন।