শেরপুর

স্বাধীনতা পদক প্রাপ্ত সাংবাদিক বজলুর রহমান’র ৮২তম জন্মবার্ষিকী

  স্বাধীন বাংলা নিউজ ৪ অগাস্ট ২০২৩ , ১:২৫ এএম অনলাইন সংস্করণ

স্বাধীনতা পদক প্রাপ্ত সাংবাদিক বজলুর রহমান’র ৮২তম জন্মবার্ষিকী



প্রয়াত সাংবাদিক ও দৈনিক সংবাদ-এর সম্পাদক বজলুর রহমানের ৮২তম জন্মদিন 

৩আগস্ট২০২৩- এই ৮২তম জন্মদিনে সারাদেশে  সাংবাদিক সংগঠন সহ রাজনৈতিক সংগঠন গুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকেন। 
সেই ধারাবাহিকতায়  বজলুর রহমানের কবরে তার সহধর্মিনী সংসদ উপ নেতা অগ্নি কন্যা বেগম মতিয়া চৌধুরী নেতাকর্মী ও আত্বীয় স্বজনদের নিয়ে বিনম্র শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।
এই দিকে শেরপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বিকালে আলোচনা ও দোয়া করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মী। 
এছাড়াও আলোচনা সভায়  উপস্থিত ছিলেন  নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ,নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী প্রমুখ।                              
ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামতপুর গ্রামে ১৯৪১ সালের ৩ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন।

১৯৬২-এর ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৮, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
তিনি জাতীয় প্রেস ক্লাব, বাসস, প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৬১ সালে সহকারী সম্পাদক হিসেবে বজলুর রহমান সংবাদে যোগ দেন। এরপর তিনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। আমৃত্যু তিনি এ পদে দায়িত্ব পালন করে গেছেন। এ ছাড়া তিনি সাপ্তাহিক একতার সম্পাদক ছিলেন। কিছুদিন কাজ করেছেন দৈনিক ইত্তেফাকেও।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।