নকলা

নকলা পৌরসভায় ৮৭ কোটি টাকা বাজেট ঘোষনা

  স্বাধীন বাংলা নিউজ ২৯ মে ২০২৪ , ১০:৩৯ পিএম অনলাইন সংস্করণ

নকলা পৌরসভায় ৮৭ কোটি টাকা বাজেট ঘোষনা

সৌরভ আহমেদ সজিব নকলা, শেরপুর প্রতিনিধি:

শেরপুরে নকলা পৌরসভায় ২০২৪-২৫ অর্থবছরে ৮৭ কোটি ৭৩ লক্ষ ৪৪ হাজার ১৬৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ ২৯ শে মে ( বুধবার ) দুপুরে এ বাজেট ঘোষণা করেন নকলা পৌরসভার মেয়র মোঃ হাফিজুর রহমান লিটন।

ঘোষিত বাজেটে সরকারি রাজস্ব খাতে আয় ধরা হয়েছে প্রায় ১০কোটি ৪০ লাখ ৮৭ হাজার ২১৩ টাকা ও আর ব‍্যায় ধরা হয়েছে ৯কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪টাকা।উন্নয়ন খাতে ধযা হয়েছে ৭৫ কোটি ৮৫ লাখ ৮৩ হাজার ৪৩৫ টাকা ও আর ব‍্যায় ধরা হয়েছে ৭৫ কোটি ৪০ লাখ টাকা। মূলধন বাজেটে আয় ধরা হয়েছে ১কোটি ৪৬ লাখ ৭৩ হাজার ৫১৫ টাকা। আর ব‍্যায় ধরা হয়েছে ৬০ লাখ টাকা। মোট আয় ৮৭ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ১৬৩ টাকা ও ব‍্যায় ৮৫ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৩৪৪ টাকা।উদ্ধৃত্ত রয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৮১৯ টাকা।

পৌর মেয়র মো: হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে নকলা পৌরসভার আয়োজনে পৌর কার্যালয়ে শহর সমন্বয় কমিটির বাজেট সংক্রান্ত বিশেষ সভার আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা পৌর কাউন্সিলর গণ,সাংবাদিকবৃন্দ ও নকলা পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।