দেশজুড়ে

নালিতাবাড়ীতে মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার কদর বেড়েছে

  স্বাধীন বাংলা নিউজ ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৮ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার কদর বেড়েছে


শেরপুরের নালিতাবাড়ীতে মহান বিজয় দিবসকে ঘিরে জাতীয় পতাকার কদর বেড়েছে।
মহান বিজয় দিবস উদযাপন লক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক / শিক্ষিকা গণ জাতীয় পতাকা ক্রয়ে ভিড় জমায়।


জাতীয় পতাকা ক্রয়ে বাদ যায়নি শিক্ষার্থীরা।অনকেই দেখা গেছে আনন্দ উল্লাসে মহান বিজয় দিবস লেখা মাথার বেল্ট ও হ্যান্ড ফ্ল্যাগ কিনতে দেখা গেছে।


জাতীয় পতাকা বিক্রেতা রহিম শেখের সাথে কথা বলে জানাগেছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে ১১ ডিসেম্বর পতাকা বিক্রি করতে এসেছে নালিতাবাড়ীতে।
রহিম শেখ জানান প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাড়ী থেকে বের হয়ে দেশের বিভিন্ন অনঞ্চলে ঘুরে ঘুরে জাতীয় পতাকা বিক্রি করি। আমরা আটজন এসেছি নালিতাবাড়ীতে জাতীয় পতাকা বিক্রির উদ্দেশে।

পতাকার আকার ভেদে এক শত পঞ্চাশ টাকা, একশত টাকা, ষাট টাকা, মাথার বেল্ট দশ টাকা, ছোট হ্যান্ড ফ্ল্যাগ দশ টাকায় বিক্রি করতে দেখাগেছে।