দেশজুড়ে

শেরপুরে বনভূমি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  স্বাধীন বাংলা নিউজ ৩০ এপ্রিল ২০২৪ , ২:২৮ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বনভূমি পোড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে একশ্রেণীর দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
(৩০ এপ্রিল) মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‘গ্রীন ভয়েস’ সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক ও লেখক কবি রফিক মজিদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরাম এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আখতারুজ্জামান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহ-সভাপতি আসাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদর উপজেলা শাখার সভাপতি সোলাইমান আহমেদ, নাগরিক প্ল্যাটফর্ম “জন উদ্যোগ” এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, চলচ্চিত্র প্রযোজক লিটন খন্দকার, সাংবাদিক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

মানববন্ধন শেষ জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করা হয়। এ সময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব, মুক্তাদিরুল আহমেদ স্মারকলিপিটি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মানববন্ধনে বক্তারা শেরপুরের বনভূমি উজার রোধে এবং পাহাড় থেকে পাথর ও বালু উত্তোলন বন্ধ, বনভূমি বেদখল, বনের ভিতর আলো ও শব্দ দূষণ রোধসহ বনে আগুন দেয়ার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস এর কর্মকর্তা ও সদস্যসহ সাংবাদিকদের মধ্যে জিএম বাবুল, জিএইচ হান্নান, মোঃ সুরুজ্জামান, ‘ক্লিনআপ’ এর সমন্বয়ক সাংবাদিক মেহেদী হাসান শামীম, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, মনিরুজ্জামান রিপন, শফিউল আলম সম্রাট, মনিরুল ইসলাম মনির, ফজলুল করিম, নোমান মিয়া, ‘ক্লিন আপ’ এর সদস্য মেহেদী হাসান সিফাত প্রমুখ।

মানববন্ধনে ক্লিনআপ সদস্যসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।