শেরপুর

নালিতাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত।

  স্বাধীন বাংলা নিউজ ৩ নভেম্বর ২০২৩ , ৩:৫৬ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত।

যথাযোগ্য মর্যাদায় শেরপুরের নালিতাবাড়ীতে জেলহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৩ নভেম্বর শুক্রবার সকালে পতাকা উত্তলন পরে ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 


এতে নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচএম মোস্তফা কামাল।

শ্রদ্ধা জানানো শেষে দলীয় কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা  আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,সহ সভাপতি গোলাম কিবরিয়া বুলু,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ বকুল,সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, আব্দুল লতিফ প্রমুখ।


এছাড়াও উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, জেলা আওয়ামিলীগের সাবেক নেতা- উপজেলা আওয়ামিলীগের সদস্য আলহাজ্ব সরকার গোলাম ফারুক,প্রচার সম্পাদক- ইউপি চেয়ারম্যান মো:বিল্লাল হোসেন চৌধুরী,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান প্রিন্সিপাল জামাল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মী।


আলোচনাসভা শেষে জতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।