শেরপুর

জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২২ , ৫:৫৭ পিএম অনলাইন সংস্করণ

জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের



জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সলের
শেরপুর প্রতিনিধিঃ
 শেরপুরে পবিত্র শব-ই বরাত উপলক্ষে জাকের পার্টির ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া আর্বিভাব মঞ্জিলে ওই ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান পীরজাদা মো. মোস্তফা আমীর ফয়সল। এসময় তিনি দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির বিষয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে দেশে দূর্ভিক্ষ দেখা দিবে। তাই জনগণের দুর্ভোগ লাঘবে সরকারকে আগামী তিন বছরের জন্য সেনাবাহিনীর তত্বাবধানে খাদ্য,তেল ঔষধ মজুদ করার দাবী জানান।
তিনি আরও বলেন, জাকের পার্টি বর্তমান আওয়ামী লীগ সরকারের সাথে আছে। উন্নয়নের স্বার্থে এ সরকারের সাথে ভবিষ্যতেও থাকতে চায়। জাকের পার্টি যাদের দিকে থাকে, তারাই ক্ষমতায় আসে।
তিনি বর্তমানে গঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্বাচন যথাসময়েই হবে এবং জাকের পার্টি সেই নির্বাচনে অংশ নেবে। তবে নির্বাচনে জনগণের ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগ করার জন্য ব্লক চেইন পদ্ধতি ও ই-ভোটিং পদ্ধতি চালু করার দাবী করেন তিনি। এতে জালিয়াতির সুযোগ থাকবে না এবং কেন্দ্র দখলসহ নানা নৈরাজ্য বন্ধ হবে। উন্নত বিশ্বে এ ধরনের প্রযুক্তির ব্যবহার রয়েছে। তিনি জাকের পার্টির নেতৃত্বে সকলকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শামীম হায়দার। এসময় জাকের পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও লাখো জাকের উপস্থিত ছিলেন।