নালিতাবাড়ী

নালিতাবাড়ীতে তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা।

  স্বাধীন বাংলা নিউজ ২১ এপ্রিল ২০২২ , ১১:০৩ পিএম অনলাইন সংস্করণ

নালিতাবাড়ীতে তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা।



নালিতাবাড়ীতে তৃতীয় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প নিয়ে অবহিতকরণ সভা।
নালিতাবাড়ী(শেরপুর)প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের গৃহ প্রদান উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি গ্রামে ৩৮টি, পোড়াগাঁও ইউনিয়নের শেখেরকুড়া গ্রামে ১০টি ও কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ২টি মিলে মোট ৫০টি সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারাদেশের সাথে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে।
সভায় আরও জানানো হয়, এর আগে উপজেলায় আশ্রয়ন প্রকল্প প্রথম পর্যায়ে ৬৩টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের কাছে দলিলসহ চাবী হস্তান্তর করা হয়। এছাড়াও পরবর্তীতে ৪র্থ পর্যায়ে আরও ৫৭টি ঘর নির্মাণ করা হবে।
এসময় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।