নকলা

নকলা দারুল উলুম মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ

  স্বাধীন বাংলা নিউজ ২৮ ডিসেম্বর ২০২২ , ৫:১৮ পিএম অনলাইন সংস্করণ

নকলা দারুল উলুম মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ



নকলা দারুল উলুম মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ
হাসান মিয়া,
নকলা উপজেলা প্রতিনিধি:-
শেরপুরের নকলায় বাসস্ট্যান্ড সংলগ্ন নকলা দারুল উলুম মাদরাসার নূরাণী কিন্ডার গার্ডেন স্কুল শাখায়
নার্সারী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ফলাফলের ভিত্তিতে মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
নকলা বড় জামে মসজিদ এর সাবেক ইমাম ও খতিব হযরত মাওঃ হারেজ উদ্দিন এর সভাপতিত্বে উক্ত বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে ঢাকা বাইতুর রহমত জামে মসজিদ এর খতিব হযরত মাওঃ মুখলিছুর রহমান, সাভার দারুল ইহসান ইউনিভার্সিটি জামে মসজিদ এর খতিব আল্লামা খলিলুর রহমান কাসেমী, জামিয়া আরাবিয়া মাসতুরা আশরাফিরা মহিলা মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ আব্দুল জলিল, কুর্শা বাদাগৈর নূরুল উলূম হামিউস সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ মুফতি তোফায়েল আহমদ কাসেমী প্রমুখ উপস্থিত ছিলেন।
নকলা দারুল উলুম মাদরাসার নাজেমে তা’লিমাত মুফতি ফিরদাউস ওয়াহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ্ তারা আলমসহ অত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,নকলা শহরের প্রাণ কেন্দ্রে পৌর শহরের বাসস্ট্যান্ডে আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ২০১৬ সাল হতে প্রতিষ্ঠিত উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে নূরাণী,নাজেরা হেফজ ও কিতাব বিভাগে নিয়মিত আবাসিক অনাবাসিক মিলিয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে তন্মধ্যে ক্ষুল শাখায় সর্বমোট ২০১ জন পরিক্ষার্থীর মাঝে সকলেই কৃতকার্য হয় এবং মেধা অনুসারে প্রতি শ্রেণীতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অর্জনকারীকে ক্রেস্ট এবং এ+ প্রাপ্ত ৫৮ জনকে পরিবেশ বান্ধব একটি করে কাঁঠাল গাছের চারা শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা হয়।