শেরপুর

শেরপুরে “পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে”মোড়কজাতকরণের শুভ উদ্বোধন।

  স্বাধীন বাংলা নিউজ ৬ মার্চ ২০২৩ , ১১:২৮ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে “পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে”মোড়কজাতকরণের শুভ উদ্বোধন।



শেরপুরে “পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে”মোড়কজাতকরণের শুভ উদ্বোধন।
“পর্যটনের আনন্দে তুলশীমালার সুগন্ধে” ব্রান্ডিং স্লোগানকে সামনে রেখে প্রথমবারের মতো শেরপুর জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুর এর উদ্যোগে শেরপুর জেলার ব্রান্ডিং পণ্য তুলশীমালা চাল বাজারজাতকরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 
এলক্ষ্যে গত ০১/০৩/২০২৩ তারিখ জেলা প্রশাসন শেরপুর এর ব্রান্ডিং লোগো সম্বলিত মোড়কে তুলশীমালা চাল মোড়কজাতকরণের শুভ উদ্বোধন করা হয়।
 শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা প্রশাসক জনাব সাহেলা আক্তার।
এছাড়াও নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার আলমগীর কবীর সহ অন্যান্য উপজেলার কৃষি কর্মকর্তা।
 এনিয়ে জেলা প্রশাসক বলেন বিশুদ্ধ তুলশীমালা চালের স্বাদ ভোক্তাগণ গ্রহণ করতে পারবেন এবং তুলশীমালা চালের সুনাম দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়বে বলে বিশ্বাস করি।
নালিতাবাড়ী কৃষি কর্মকর্তা আলমগীর কবীরের সাথে কথা বলে জানতে পাওয়া যায়, একদম তৃণমূল কৃষকদের কাছ থেকে ধান জমি তে থাকা অবস্থায় ক্রয় করা হয়, এছাড়া আমরা কৃষকদের কাউন্ট করে ধান ক্রয় করেছি তাদের বাড়ি থেকেই। আমরা এই উদ্যোগ নিয়েছি একদম ফ্রেশ চাউল যেনো পাওয়া যায় সেই উদ্দেশ্যে। আমরা এভাবে শেরপুরের তুলশীমালার সুগন্ধে সারাদেশে বড় মার্কেট ধরতে পারবো ইনশাআল্লাহ। এ নিয়ে বিস্তারিত আরও তথ্য জানাবেন সামনে