শেরপুর

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে-শেরপুরে জিএম কাদের

  স্বাধীন বাংলা নিউজ ১৩ জুন ২০২৩ , ৫:৪৩ পিএম অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে-শেরপুরে জিএম কাদের



যুক্তরাষ্ট্রের ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে- জিএম কাদের
শেরপুর প্রতিনিধি:
‘যুক্তরাষ্ট্রের আরোপ করা ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে। এখানে যা বলা হয়েছে তা দেশ ও জনগণের পক্ষে যায়, বিপক্ষে নয়। তাই আমরা এই ভিসানীতি সমর্থন করি’-বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।মঙ্গলবার(১৩জুন) দুপুরে শেরপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে আমরা পুরোপুরি সমর্থন করি। তারা প্রত্যাশা করে বাংলাদেশে যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। তারা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। 
পার্টির চেয়ারম্যান আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন সবাই চায়। নির্বাচনকালীন সরকারের প্রস্তাব এখনও কোথাও থেকে পাইনি। তবে, আমরা দেশের মানুষের কল্যাণের জন্যই কাজ করছি। আগামী নির্বাচনে কীভাবে নির্বাচন করবো সেটা দলগতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবো।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।