শেরপুর

ঝিনাইগাতীতে জাল কাগজপত্র প্রস্তুতের দায়ে এক ব্যক্তির ১৫ দিনের জেল

  স্বাধীন বাংলা নিউজ ১৭ জুন ২০২৩ , ১:২৪ এএম অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে জাল কাগজপত্র প্রস্তুতের দায়ে এক ব্যক্তির ১৫ দিনের জেল



ঝিনাইগাতীতে জাল কাগজপত্র প্রস্তুতের দায়ে এক ব্যক্তির ১৫ দিনের জেল
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১৩ জুন ২০২৩ মঙ্গলবার রাত ৯টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের মহিবুল্লাহ ওরফে মাহবুবকে জাল পর্চাসহ অন্যান্য কাগজপত্র প্রস্তুত করে নামজারীর জন্য নথি উপস্থাপনের দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধরা অনুযায়ী ১৫ দিনের জেল ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। 
ভ্রাম্যমাণ আদালতের অভিযান কালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরনের অভিযান অব্যাহত থাকবে। 
উল্লেখ্য, মহিবুল্লাহ ওরফে মাহবুব ঝিনাইগাতী বাজারে মাহবুব ফ্যাশনের স্বত্বাধিকারী। মাহবুব দীর্ঘদিন ধরে ভূমি অফিসে আসা সেবা গ্রহীতাদেরকে বিভিন্ন জাল কাগজ তৈরির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াসহ হয়রানি করে আসছে বলে জনশ্রুতি রয়েছে।