শেরপুর

ঝিনাইগাতীতে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী সমাপনী সভা অনুষ্ঠিত।

  স্বাধীন বাংলা নিউজ ৭ ডিসেম্বর ২০২৩ , ২:০৮ পিএম অনলাইন সংস্করণ

ঝিনাইগাতীতে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পযার্য়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত।

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃশেরপুরের ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কারিতাস সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী উপজেলা পযার্য়ে কার্যক্রমের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার বিকেলে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। কারিতাস সিডস প্রকল্পের শিক্ষা সমন্বয়কারী ওসমান গনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবী, উপজেলা সমবায় অফিসার রুকনুজ্জামন। এসময় অন্যান্যদের মধ্যে কারিতাস ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা পিছিলা ম্রং, নালিতাবাড়ী উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা,শ্রীবরদী উপজেলা সমন্বয়কারী সত্যজিৎ মরং, মাঠ সহায়ক সুভল দফো,তিলোত্তমা রিছিল, কর্নেল আরেং, পিন্টু নেংমিঞ্জাসহ উপকারভোগিগণ উপস্থিত ছিলেন। সভায় ঝিনাইগাতী উপজেলায় ২০১৯-২০২৩ খ্রি. পর্যন্ত সিডস প্রকল্পের ৫ বছরব্যাপী কার্যক্রমের অর্জনসমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও উপস্থিত অতিথিগণ সংক্ষিপ্তভাবে নিজেদের মতামত ব্যক্ত করেন। পরিশেষে প্রধান অতিথি ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।