দেশজুড়ে

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩

  স্বাধীন বাংলা নিউজ ১৯ মার্চ ২০২৪ , ৯:৪৯ পিএম অনলাইন সংস্করণ

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩।

অমিত হাসান ইমন, বিশেষ প্রতিনিধি ( ময়মনসিংহ)
ময়মনসিংহের ত্রিশালে পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হিন্দুপল্লী নদীর পাড় থেকে বেদেনা আক্তার ও তার এক ছেলে নাঈমকে গ্রেফতার করা হয়।
এছাড়া ভালুকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বড় ছেলে হারুনকে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন , ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের আদালতে পাঠিয়ে প্রত্যেকের ৭দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

রোববার (১৭ মার্চ) রাতে ত্রিশালের ধানিখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের একটি মামলার আসামি বেদেনা খাতুনকে ধরতে তার বাড়িতে যায় পুলিশ।

এসময় ঘরে থাকা দাও বটি দিয়ে ৩ পুলিশ সদস্যকে কুপিয়ে মাকে ছিনিয়ে নেয় আসামির ২ ছেলে।
আহতদের পুলিশ সদস্যদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়।
তাদের মধ্যে অবস্থা গুরুতর বলে জানায় ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁঞা। 
পুলিশকে কুপিয়ে পালিয়ে যাওয়ার পরদিন সোমবার পলাতক আসামিদের বিরুদ্ধে পুলিশের কাজে বাঁধা দেয়া ও আসামি ছিনতাইয়ের অভিযোগ এনে মামলা করে পুলিশ।