দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন

  স্বাধীন বাংলা নিউজ ২২ জানুয়ারী ২০২৪ , ২:৫৭ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরন

মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জাইকা ও সরকারী অর্থায়নে ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে উচুঁ নিচু বেঞ্চ বিতরন করা হয়।

২২ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বেঞ্চ বিতরনের আয়োজন করা হয়।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকৌশলী শুভ বসাক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল,প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নুরনবী,উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেট শাহিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতী উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ( UGDP) আওতায় ২০২৩/২৪ অর্থ বছরে জাইকার অর্থায়নে ১৯ লাখ ৪৬ হাজার টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে শিক্ষা প্রসারের লক্ষ্যে ১৯ টি স্কুল,কলেজ ও মাদ্রাসায় ২১৭ জোড়া উচুঁ নিচু বেঞ্জ বিতরন করা হয়।