দেশজুড়ে

শেরপুরে বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  স্বাধীন বাংলা নিউজ ২ ডিসেম্বর ২০২৩ , ৪:৩৪ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বাংলাদেশ বুলেটিনের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: ‘গণমানুষের বাংলাদেশ বুলেটিন’ এ শ্লোগানে শেরপুর জেলায় দৈনিক বাংলাদেশ বুলেটিন’ পত্রিকার ৬ষ্ঠ তম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ষষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বুলেটিনের শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও বাংলাদেশ বুলেটিনের নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি এ‍্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির জেলা প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জ্বল।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মানিক দত্ত, সহ-সভাপতি মুরাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধি মারুফুর রহমান মারুফ, প্রচার সম্পাদক ও যায়যায় দিন পত্রিকার জেলা প্রতিনিধি তপু সরকার হারুন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক ব্রম্মপুত্র এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি কাজী মাসুম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বিজয় টিভি প্রতিনিধি জিএম আফসার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক ও ইনডিপেন্ডেন টিভির জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল, বাসসের জেলা প্রতিনিধি সঞ্জিব চন্দ্র বিল্টু, নির্বাহী সদস‍্য ও এস এ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল হোসেন, আলোকিত সকাল পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম, লাখো কন্ঠ’র জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, দৈনিক বাংলা’র জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, ভোরের চেতনা প্রতিনিধি নাজমুল আলম সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা দৈনিক বাংলাদেশ বুলেটিন এর বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখতে এবং পাঠকের কাছে যে জনপ্রিয়তা রয়েছে তার সুনাম অক্ষুন্ন রাখার আহবান জানান। বাংলাদেশ বুলেটিন হোক সকল পাঠকের ও সকল শ্রেণির মানুষের প্রিয় পত্রিকা। আগামীতে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেন।