শেরপুর

শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ১৮ ডিসেম্বর ২০২৩ , ৫:৪৩ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: “প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসন শেরপুর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শেরপুর ও সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শেরপুরের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে বর্ণাঢ্য র‍্যালি উদ্ভোদন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত, শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ট্রেড (কম্পিউটার)ইনচার্জ মো: কামরুল হাসান, ট্রেড ইনচার্জ (অটোমোবাইল) মো: মোরাদ হাসান, ইন্সট্রাক্টর (অটোমোবাইল) রমজান আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা শাহিনুর রহমান শাহিন, জুবাইদুল ইসলাম, কামরুল হাসান, গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।