দেশজুড়ে

শেরপুরে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৭ ডিসেম্বর ২০২৩ , ৮:৩৮ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে জেলায় অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
১৭ ডিসেম্বর রবিবার দুপুরে পুলিশ লাইনের কনফারেন্সে জেলা পুলিশের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপ্স) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার( নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক প্রমুখ।

এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আহমেদ বাদল, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কাদের মিয়া, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১২ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট, শীতবস্ত্র ও পরিবেশ-বান্দব গাছ তুলে দেয়া হয়।