দেশজুড়ে

শেরপুর২ আসনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী’র জয়

  স্বাধীন বাংলা নিউজ ৭ জানুয়ারী ২০২৪ , ৯:৪৬ পিএম অনলাইন সংস্করণ

শেরপুর২ আসনে অগ্নিকন্যা মতিয়া চৌধুরী’র জয়

 শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অগ্নিকণ্যা বেগম মতিয়া চৌধুরী

২ লক্ষ ২০ হাজার একশত ৪২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ) থেকে লাল মোহাম্মদ  মশাল প্রতীক পেয়েছেন ৪ হাজার পাঁচশত ৭৬ ভোট ও অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোহাম্মদ আঙ্গুর ঈগল প্রতীকে পেয়েছেন ৫ হাজার তিনশত ৪২ ভোট। 

শেরপুর-২ আসনে মোট ভোট সংখ্যা ছিল চার লক্ষ বারো হাজার তিনশত দশ জন  মোট ভোটারের মাঝে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৩৯ জন ও নারী ভোটারের সংখ্যা ২ লক্ষ ১০ হাজার দুইশত ৭১ জন।তবে নারী ভোটারদের পরিমাণ বেশিই লক্ষ্য করা যায় বিভিন্ন নির্বাচনী কেন্দ্রগুলোতে। সংসদীয় এই আসনে সর্বমোট ৫৬.৫৬ % মোট ভোট প্রাপ্তি ঘটেছে। এবার নিয়ে ৬ষষ্ঠবারের মতো পুনরায় নৌকা প্রতীক নিয়ে শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী বিজয় লাভ করেন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ১৫৪টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। উক্ত আসনে নির্বাচনকে ঘিরে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

উল্লেখ্য তিনটি সংসদীয় আসনের মাঝে দুইটি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেন।