দেশজুড়ে

ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে –  মির্জা আজম

  স্বাধীন বাংলা নিউজ ১২ ডিসেম্বর ২০২৩ , ১১:০৬ পিএম অনলাইন সংস্করণ

ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে –  মির্জা আজম

 মাদারগঞ্জ প্রতিনিধি 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জননেতা মির্জা আজম বলেছেন ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে মঙ্গলবার বেলা ১১ টায়  বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে  মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মির্জা আজম এমপি এ কথা বলেন।  তিনি আরো  বলেন  ১৯৭০ সালের নির্বাচনে ৫৬% ভোট কাস্ট হয়েছিল।  গত ২০১৪ এবং ২০১৮ সালে বিএনপি নির্বাচনে আসেনি।  আমরা চাই ভোটারদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে।  উন্নয়নের পক্ষে নৌকা মার্কা ভোট চাইতে হবে ভোট প্রার্থণা কর্মীদের।  ভোটারদের বুঝিয়ে  কেন্দ্রে উপস্থিত নিশ্চিত করতে হবে। আমি ভোটারদের কে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই।  যার যার ভোট সে সে দিবে কোন বাধা সৃষ্টি যাতে না হয়। বিশ্বের রোল মডেল হবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  গত ৫ বছর আপনারা যে পরিশ্রম করেছেন এ ৫ বছরের ফলাফল হবে আগামী ৭ জানুয়ারি’র নির্বাচন। এই ফসল আপনাদের ঘরে তুলতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির ও সাবেক ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী সহ উপজেলা,শহর,ইউনিয়নের নেতৃবৃন্দ।  এ সময় জেলা,উপজেলা,শহর,ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দোয়া করা হয়।