শেরপুর

শেরপুরের গারো পাহাড়ে তক্ষক অবমুক্ত

  স্বাধীন বাংলা নিউজ ২২ নভেম্বর ২০২৩ , ১০:১৯ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরের গারো পাহাড়ে তক্ষক অবমুক্ত

মেহেদী হাসান শামীম : শেরপুরের সীমান্তের গারো পাহাড়ে মূল্যবান বিলুপ্ত প্রায় প্রাণী তক্ষক অবমুক্ত করা হয়েছে। ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জ এলাকায় তক্ষকটি অবমুক্ত করা হয়।

এসময় শেরপুর জীব বৈচিত্র্য কর্মকর্তা সুমন সরকার, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, শ্রীবর্দী থানার এস আই সেলিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত কয়েক দিন আগে শ্রীবর্দী উপজেলার কর্ণঝোড়া সীমান্ত থেকে শ্রীবর্দী থানা পুলিশ ওই তক্ষকটিসহ একজনকে আটক করে আদালতে পাঠায়।

ওই মামলার বাদী শ্রীবর্দী থানার এসআই আখতারুজ্জামান জানায়, যশোর থেকে এক ব্যক্তি তক্ষকটি নিয়ে শেরপুর সীমান্তে আসেন বিক্রির উদ্দেশ্য। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।