শেরপুর

নালিতাবাড়ীতে পালিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব

  স্বাধীন বাংলা নিউজ ১৫ নভেম্বর ২০২৩ , ২:২৪ পিএম অনলাইন সংস্করণ

শেরপুর নালিতাবাড়ীতে সেঁজুতি বিদ্যানিকেতনের আয়োজনে নানা সাজে অনুষ্ঠিত হয়েছে বাঙালির প্রাণের নবান্ন উৎসব।


মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নবান্নকে স্বাগত জানিয়ে শহরের সেঁজুতি অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে মাটির উনুনে রাখা পাতিলের ঢাকনা উঠিয়ে নবান্ন উৎসবের অনুষ্ঠানের শুভারম্ভ করেন সরকার গোলাম ফারুক।

র‍্যালিটি বিভিন্ন সাজে শিক্ষার্থীদের সাজানো হয়েছিলো। রয়্যালটিতে অংশ গ্রহণ করেন জয়জিৎ দত্ত শ্যামল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,শিক্ষক মাহমুদুল আহসান লিটন,শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী,কষক ইসমাইল সিরাজী, সাংবাদিক শাহাদত তালুকদার প্রমুখ।

এই চমৎকার আয়োজন সম্পর্কে অতিথিরা বলেন,নবান্ন উৎসব একটি উদার, সর্বজনীন ও অসাম্প্রদায়িক এবং গ্রামীণ সম্প্রদায়ের গণমানুষের উৎসব, খেটে খাওয়া মানুষের উৎসব।প্রতি বৎসর সেঁজুতি বিদ্যানিকেতন এই উৎসবের আয়োজন করার জন্য প্রিন্সিপাল মুনীরুজ্জামানসহ আয়োজকদের ধন্যবা জানান।