শেরপুর

শেরপুরে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ১ অক্টোবর ২০২৩ , ২:৫১ পিএম অনলাইন সংস্করণ

সর্বজনীন মানবাধিকার ঘোষনায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা “এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ১ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টায় ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৩ পালিত হয়েছে।


এ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় বিভিন্ন স্থান থেকে আসা প্রবীণ মানুষের অংশ গ্রহণে র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা সমাজসেবা কার্যালয়েল উপ-পরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।


জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু ইলিয়াছ মল্লিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো. আবুল খায়ের বিএসসি, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও অবসরপ্রাপ্ত সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সুরুজ প্রমুখ।