শেরপুর

শেরপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৬ ফেব্রুয়ারী ২০২২ , ৯:১৯ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত



শেরপুরে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত। 
হাফিজুর রহমান লাভলু, শেরপুরঃ
শেরপুরের ৫টি উপজেলায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শেরপুর সদর উপজেলা পরিষদে সামনে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক ।উদ্বোধন শেষে হুইপ স্টল পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক মোমিনুর রশিদের সভাপতিত্ত্বে একআলচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক। প্রধান আলোক ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তদিরুল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নান মিয়া, উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি দত্ত, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান নাজমুন্নাহার, জেলা খামারি মালিক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান পাপ্পু প্রমুখ।
সভায় খামারীদের করোনায় ক্ষতিগ্রস্থদের প্রণোদনা প্রদানের দাবীসহ নানা সমস্যা তুলে ধরা হয়। প্রদর্শনীতে ৫০টি স্টল স্থান পায়।