শেরপুর

শেরপুরে ১লাখ ১০ হাজার মানুষের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু

  স্বাধীন বাংলা নিউজ ২০ মার্চ ২০২২ , ৭:১৮ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ১লাখ ১০ হাজার মানুষের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু



শেরপুরে ১লাখ ১০ হাজার মানুষের মাঝে টিসিবির পন্য বিক্রি শুরু 
শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে ১লাখ ১০ হাজার মানুষের মাঝে ন্যায্য মূল্যে ফ্যামিলি কার্ডে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। ২০ মার্চ রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা শহরের নবীনগর মোড়ে জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক টিসিবির পন্য বিক্রি উদ্বোধন করেন।
এসময় হুইপ আতিক বলেন, আমাদের সরকার নিম্ন আয়ের মানুষের জন্য কমদামে টিসিবির পণ্য পৌছে দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নজরে সারা বাংলাদেশ। জনগণের জন্য তিনি সবসময় ভাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড. মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফিরোজ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ পারভীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন রহমান অমি, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্যানেল মেয়র নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশিদ বলেন, ইতোমধ্যে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগী পরিবারের তালিকা তৈরি করে। আমরা সরকারি নির্দেশনানুযায়ী জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু করেছি।
উদ্বোধনী দিনে শেরপুর জেলায় মোট ২৭ পয়েন্টে ১৬ হাজার ৬১০ জনের মাঝে টিসিবির পন্য বিক্রি হয়।