জামালপুর

জামালপুরে ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর প্রথম বর্ষপূর্তি।

  স্বাধীন বাংলা নিউজ ৩০ ডিসেম্বর ২০২২ , ৬:৫২ পিএম অনলাইন সংস্করণ

জামালপুরে ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর প্রথম বর্ষপূর্তি।



জামালপুরে ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 
জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ চলমান। 
মুলত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে খরচ বাদে লাভের একটি অংশ দিয়ে অসহায় মানুষের জন্য কাজ করা হবে।
প্রসঙ্গত এই হেল্প সেন্টারটি কিছু তরুণ স্কুল/কলেজ পড়ুয়া ছেলেমেয়ে গড়ে তুলে।
সংগঠনটি ২৭ জানুয়ারি ২০২২ সালে প্রতিষ্ঠা পায়।
সংগঠনের কার্যক্রমে রয়েছে- গরিব স্টুডেন্ট, অসহায় মানুষ দের সাহায্য করা ও রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানো সহ সমাজের নানাক্ষেএে সহায়তা প্রদান।
গরির ও অসহায় মানুষদের খাদ্য,বস্ত্র ও শিক্ষা নিয়ে আমরা আর্থিক সাহায্য করি।বিভিন্ন প্রতিকূল পরিবেশে (বন্যা,নদী ভাঙ্গন),ঈদ ও পূজা পার্বনে আমরা গবিরদের সাহায্য সহযোগিতা করে থাকি।
এছাড়াও আমরা গরিব মানুষদের চিকিৎসা সেবা এবং গরিব মেধাবী ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার খরচ বহন করে থাকি।
বৃক্ষরোপন,রক্ত দান ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নানা রকম কাজ করে থাকি।