জামালপুর

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী’র মৃত্যু

  স্বাধীন বাংলা নিউজ ৬ জুলাই ২০২৩ , ৯:৫১ পিএম অনলাইন সংস্করণ

মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী’র মৃত্যু



মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী’র মৃত্যু
মাদারগঞ্জ প্রতিনিধি
 জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রী’র মৃত্যু হয়েছে।
  বৃহস্পতিবার দুপুরে কয়ড়া বাজারের একটি ফার্ণিচারের দোকানে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। সে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শিতলকোষা গ্রামের বাসিন্দা। ঐ এলাকার আবু বক্করের একমাত্র ছেলে। এ ব্যাপারে ফার্ণিচার দোকানের মালিক এরশাদ বলেন মিস্ত্রী ঈদের দুই দিন পর থেকে কাজ করে প্রোডাশন হিসেবে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে খোঁজ নিয়ে দেখি শাহিন দোকান খুলেছে এবং আমি আসার পর বললো চাল কিনবো টাকা দেন আমি ২শ টাকা দিয়ে কাপড়ের দোকানে চলে যাই। তার পৌনে এক ঘন্টা পরেই একজন বলে তোমার মিস্ত্রী পড়ে আছে আমি গিয়ে দেখি তাই, কাছে গিয়ে দেখি জিবন নেই তার। পরে কয়জনে ধরে ঘরে রাখি। 
স্থানীয় ইউপি সদস্য মিষ্টার চৌধুরী বলেন সে ঈদের পরে এখানে কাজের খোঁজে আসছে ঘর মালিক কাজ দিয়েছে ফার্ণিচারের কাজ করতে পারে তার জন্য তবে সে ৩/৪দিন ধরে কাজ করে হঠাৎ কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলী বলেন শাহিন আলম উরফে শাহিন আমার ইউনিয়নের বাসিন্দা ও আত্মীয় দীর্ঘদিন থেকে কাঠ মিস্ত্রী কাজ করতো। কয়ড়া বাজার এলাকায় কর্মরত থাকা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট তার মৃত্যু হয় এবং বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তরের জন্য অফিসার ইনচার্জ বরাবরে আবেদনের প্রেক্ষিতে মডেল থানা পুলিশ আমাদের কাছে লাশ হস্তান্তর করে। এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মাহবুবুল হক বলেন জামালপুরের শরিফপুর ইউনিয়নের বাসিন্দা শাহিন কয়ড়া বাজারে একটি ফার্ণিচারের দোকানে মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন। কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। শাহিনের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ও চেয়ারম্যান, মেম্বারের সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তন্তার করা হয়।