বরিশাল

বাকেরগঞ্জে রাস্তার নির্মাণ কাজ সমাপ্তির দাবিতে মানববন্ধন ।

  স্বাধীন বাংলা নিউজ ২১ মার্চ ২০২৩ , ১১:৩৪ এএম অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে রাস্তার নির্মাণ কাজ সমাপ্তির দাবিতে মানববন্ধন ।



বাকেরগঞ্জে রাস্তার নির্মাণ কাজ সমাপ্তির দাবিতে মানববন্ধন ।
বাকেরগঞ্জ সংবাদদাতা:-
বরিশালের বাকেরগঞ্জে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী রাস্তার নির্মাণ কাজ সমাপ্ত করার দাবিতে মানববন্ধন করেছে।
সোমবার (মার্চ ২০ মার্চ) সকাল ১০ টায় শ্যামপুর বাজার টু বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সড়কে রাম্তার দুপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ও এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
ইউপি সদস্য মেহেদী হাসান শামিমের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজামুল কাদির, শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন হাওলাদার, শ্যামপুর কারিমিয়া হাসিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম, সমাজসেবক জাকির হোসেন, সহকারী শিক্ষক মৃত্যুঞ্জয়, শিক্ষার্থী মাহিম, মিকাইল ইসলাম, জান্নাতি আক্তার সীমা, নিয়াজ হোসেন প্রমূখ।
বক্তারা বলেন, উপজেলার শ্যামপুর শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী (নাটু বাবু) মাধ্যমিক বিদ্যালয় থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত ২কিলোমিটার সড়কের নির্মাণকাজ দীর্ঘ ৪বছর যাবত বন্ধ রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করে থাকে। রাস্তাটি চলাচলের অনুপযোগী থাকায় এলজিইডি কর্তৃপক্ষ ২০২০ সালে রাস্তাটির নির্মান কাজের জন্য দরপত্র আহবান করে। রাস্তাটির ঠিকাদারী প্রতিষ্ঠান শিফাত এন্টারপ্রাইজের ঠিকাদার ঝালকাঠীর শাকিল মল্লিক ২ কোটি ১০ লক্ষ টাকায় ২ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ পেয়েও রাস্তায় শুধুমাত্র ইটের খোয়া বিছিয়ে কাজ অসমাপ্ত রাখেন। এতে করে রাস্তায় প্রচুর ধুলাবালির সৃষ্টি হয়।
বক্তারা আরো বলেন, ধুলাবালির কারণে রাস্তায় চলাচল করতে পারছেন না একটি মাদ্রাসা, একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ এলাকাবাসী। শিক্ষার্থীরা রাস্তা থেকে চলাচল করলে তাদের জামাকাপড় ধুলাবালিতে নষ্ট হয়। রাস্তাটির ঠিকাদার এবং উপজেলা প্রকৌশলীকে বারবার জানানোর পরেও নির্মাণ কাজ বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে ধরণা দিয়েও কাজ হয়নি। ইতোপূর্বে একাধিক মানুষ দুর্ঘটনায় আহত হয়েছেন। তাই এলাকাবাসী আগামী ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরুর পূর্বেই শ্যামপুর বাজার থেকে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের ১.৫০ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজ সমাপ্ত করার দাবি জানান। অন্যথায় তারা লাগাতার আন্দোলন সংগ্রাম করবেন বলেও হুঁশিয়ারি দেন।
উপজেলা প্রকৌশলী আবুল খায়েরের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বরিশালে মিটিংয়ে আছেন বলে ফোনের লাইন কেটে দেন।