নকলা

নকলায় শতাধিক শিক্ষার্থীদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

  স্বাধীন বাংলা নিউজ ২২ মার্চ ২০২৩ , ৪:৪৯ পিএম অনলাইন সংস্করণ

নকলায় শতাধিক শিক্ষার্থীদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ



নকলায় শতাধিক শিক্ষার্থীদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ 
হাসান মিয়া, নকলা ( শেরপুর ) প্রতিনিধি:  
শেরপুর জেলাধীন নকলা উপজেলায় যুব রেড ক্রিসেন্ট ইউনিট নকলা’র আয়োজনে এবং শেরপুর জেলা শাখার সার্বিক সহযোগিতায় প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে ম‍ৌলিক এবং প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের আয়োজন করা হয় ।
২১ শে মার্চ (মঙ্গলবার) বেলা ১২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নকলা সরকারি পাইলট উচ্চ বিদ‍্যালয় ও নকলা শাহারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় প্রশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ করান রেড ক্রিসেন্ট ইউনিট শেরপুর জেলার সহকারী যুব প্রধান হাসানুল পান্না সিফাত ।
এছাড়া উক্ত প্রশিক্ষণকে আরো সাফল্যমন্ডিত করতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট নকলা ইউনিটের দলনেতা-নূর আহম্মদ,সহকারী দলনেতা-১ রবিন মিয়া, হাসান মিয়া , সৌরভ আহমেদ সজিব , তুহিন হাসান ,খাদিজাতুল কুবরা মারজান,কোহিনুর আক্তার,মৌসুমি আক্তার, জুই আক্তার, আয়শা সিদ্দিকা, শাকিল হাসান,আবু সালিম সহ অত্র দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক বৃন্দ।