ময়মনসিংহ

ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প বীক্ষণ ২০৩৮তম আসর।

  স্বাধীন বাংলা নিউজ ৩১ মার্চ ২০২৩ , ৫:৩৪ পিএম অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প বীক্ষণ ২০৩৮তম আসর।



ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প বীক্ষণ ২০৩৮তম আসর।
 আজ(৩১ মার্চ) শুক্রবার সকাল দশটায় টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয়। সামাজিক মূল্যবোধ ও সমসাময়িক ভাবনা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সহসভাপতি দেশবরেণ্য কবি সোহরাব পাশা।
আলোচনা করেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাবেক সভাপতি কবি ইয়াজদানী কোরায়শী, এডভোকেট শিব্বির আহাম্মেদ লিটন,প্রিন্সিপাল মুনীরুজ্জামান, প্রভাষক রোকনুজ্জামান জুয়েল।
শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি রফিকুল ইসলাম মানিক।
লেখক ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে সরব হয়ে উঠে বীক্ষণ আসর।
গত দুই প্রান্তিকের বীক্ষণ পরিচালনা পর্ষদ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আগামী প্রান্তিকের আহবায়ক হিসেবে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ এর নাম ঘোষণা করেন বীক্ষণ পাঠচক্র প্রকল্পের নির্বাহী পরিচালক স্বাধীন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সাহিত্য সংসদ এর সভাপতি কবি আনোয়ারা সুলতানা আনু।
নতুন আহবায়ক জিয়া উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বিগত সময়ে আরও একাধিকবার বীক্ষণ আহবায়কের দায়িত্ব পালনের স্মৃতি তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।