শেরপুর

শেরপুরে ঈদকে সামনে রেখে মাছ-মাংসের দাম বেড়েছে

  স্বাধীন বাংলা নিউজ ২১ এপ্রিল ২০২৩ , ৫:০৭ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ঈদকে সামনে রেখে মাছ-মাংসের দাম বেড়েছে



শেরপুরে ঈদকে সামনে রেখে মাছ-মাংসের দাম বেড়েছে 
শেরপুর প্রতিনিধি :
 শেরপুরে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাছ-মাংসের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে মাছ-মাংসের দাম বৃদ্ধি পেয়েছে ১থেকে দেড়শত টাকা। 
শেরপুর জেলা শহরে শুক্রবার (২১এপ্রিল) বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শহরের সবচেয়ে বড় নয়আনী বাজারে ছোট সাইজের গুরা মাছ একসপ্তাহ আগে ছিলো ৪ থেকে ৫ শত টাকা, এখন সেই মাছ দাম বেড়ে হয়েছে 
৮ শত টাকা। আধা কেজি ওজনের রুইমাছ আগে ছিলো ২ থেকে ২ শত পঞ্চাশ টাকা, সেই মাছ এখন ৩ থেকে ৩ শত পঞ্চাশ টাকা, ইলিশ মাছ আমদানি কম থাকলেও সেই মাছ বিক্রি হচ্ছে ৫টিতে এক কেজি ওজনের দাম ৭ থেকে ৮ শত টাকা।
ফার্মের ব্রয়লার মুরগী একসপ্তাহ আগে ছিলো ১ শত নব্বই টাকা,এখন সেটির দাম নেওয়া হচ্ছে ২ শত পঞ্চাশ টাকা,
কক মুরগীর দাম ছিলো ২ শত আশি টাকা এখন ৩ শত পঞ্চাশ টাকা।
খাসির মাংস আগে ছিলো ৯ শত টাকা কেজি বর্তমানে দাম বেড়ে হয়েছে এক হাজার টাকা কেজি।
গরুর মাংস ছিলো ৭ শত টাকা সেটি এখন ৮ শত পঞ্চাশ টাকা। 
ঈদ উপলক্ষে মাছ-মাংস ছাড়াও অন্য সকল পণ্যের দাম দাম হঠাৎ করে
বৃদ্ধি পেয়েছে। 
এব্যাপারে, কসাই মো.আমজাদ হোসেন বলেন, খাসি ও গরু হাটবাজারে আমদানি কম থাকার কারণে এবং ঈদকে ঘিরে কেজিতে একশত টাকা বেড়ে গেছে সকল বিক্রেতারাই আমদানি কম অযুহাত দেখিয়ে দাম বেশি নিচ্ছে। আর সাধারণ মানুষের কষ্ট হলেও পরিবারে সাবর মুখে হাসি ফোটাতে কেনাকাটায় কমতি রাখছে না।