শেরপুর

শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী

  স্বাধীন বাংলা নিউজ ১৭ মে ২০২৩ , ৯:৪৩ পিএম অনলাইন সংস্করণ

শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী



শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী 
শেরপুর প্রতিনিধি:
হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল”এই স্লোগানকে সামনে রেখে শেরপুর সরকারি কলেজে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৭ মে) শেরপুর সরকারি কলেজের অডিটোরিয়াম হলে ওই জন্মজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।
শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সখিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মো.আব্দুর রশীদ।
উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মো.শাহ কামাল উদ্দিন, উপাধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল কাদির, রাষ্টবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শিব শংকর কারুয়া প্রমূখ।
এ সময় শেরপুর সরকারি কলেজ সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় রবীন্দ্রনাথ ও নজরুলের স্মরণে রবীন্দ্র সংগীত, নজরুল গীতি,কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় অনুষ্ঠান প্রানবন্ত হয়ে উঠে।
শিক্ষক-শিক্ষার্থীর আলোচনায় স্মরণ করা হয় বাংলা সাহিত্যের এই দুই মহানায়কের জীবন ও সাহিত্য।এই সমাজ ব্যবস্থায় এই দুই দিকপালের বড় প্রয়োজন ছিল বলে বক্তারা বলেন।