শেরপুর

ভূয়া পর্চা তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

  স্বাধীন বাংলা নিউজ ১৪ জুন ২০২৩ , ৭:৪৯ পিএম অনলাইন সংস্করণ

ভূয়া পর্চা তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড



ভূয়া পর্চা তৈরীর অপরাধে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড 
শেরপুর প্রতিনিধি: 
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া পর্চা তৈরীর অপরাধে মাহাবুল্লাহ নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১৩ জুন) দিবাগত রাত ৯ টার দিকে এ দন্ডাদেশ প্রদান করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।
দণ্ডপ্রাপ্ত মাহাবুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের কালিনগর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার দিকে ঝিনাইগাতী বাজার এলাকায় অভিযানকালে জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে ভূয়া পর্চা তৈরী করে সরকারি নির্দেশ অমান্য করে। এ অপরাধের প্রেক্ষিতে মাহাবুল্লাহকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১শত টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, দণ্ডপ্রাপ্ত আসামী মাহাবুল্লাহকে মঙ্গলবার রাতেই পুলিশ হেফাজতে সরাসরি শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।