বাংলাদেশ

চিরিরব বন্দর তদন্ত অফিসারে পদোন্নতি হয় বিদায়ী সংবর্ধন

  স্বাধীন বাংলা নিউজ ২২ জুন ২০২৩ , ১:০৬ পিএম অনলাইন সংস্করণ

চিরিরব বন্দর তদন্ত অফিসারে পদোন্নতি হয় বিদায়ী সংবর্ধন



চিরিরব বন্দর তদন্ত অফিসারে পদোন্নতি হয় বিদায়ী সংবর্ধন
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি 
 সদ্য বিদায়ী চিরিরবন্দর থানার তদন্ত ওসি আসাদুজ্জামান আসাদ ভাই সকলকে সমভাবে মূল্যায়ণ করার চেষ্টা করতেন সব সময়ই। যে কোন কাজে আজ পর্যন্ত তাকে মনে হয় দুইবার ফোন দিতে হয়নি, তিনি কখনো কোনভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কোন সিদ্ধাম্ত গ্রহণ করেননি এবং সবসময় নিজের স্বকীয়তা ও সুন্দর ব্যক্তিত্ব বজায় রেখেছেন।
 তিনি ব্যক্তিগতভাবে সৎ ও নিষ্ঠাবান এবং অত্যন্ত দক্ষতার সাথে বেতাগীতে তার দায়িত্ব পালন করেছেন সফলভাবে কাজ করেছেন পাশাপাশি সকলকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করার অনুপ্রেরণা দিয়েছেন। 
এমন উদার মনের মানুষের বিদায় দিতে মন নাহি চায়। 
তবুও বলতে চাই কবিতার সূরে
“বিদায় বেলার ক্রান্তিলগ্নে ভাড়াক্রান্ত মনে,
কোন ভাষাতে জানাব বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।
আপনা থেকেই গ্রহেছি মোরা জ্ঞানের পাণ্ডুলিপি,
সেই আপনাকে কেমনে জানাই ‘বিদায়’ যদ্যপি।”
মানবিক পুলিশ পরিদর্শক নিরস্ত্র জনাব আসাদুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ ঘোড়াঘাট থানা হিসেবে বদলির আদেশ প্রাপ্তিতে বিদায় সংবর্ধনা। 
চিরিরবন্দর থানার আয়োজনে, থানার গোল ঘরে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান, দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মোঃ জিন্নাহ আল মামুন, 
চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ ওসি বজলুর রশিদ সহ থানার অফিসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।