শেরপুর

শেরপুরে পঞ্চাশোর্ধ বয়স্কদের মাঝে ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১ জুলাই ২০২৩ , ১১:১০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে পঞ্চাশোর্ধ বয়স্কদের মাঝে ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত



শেরপুরে পঞ্চাশোর্ধ বয়স্কদের মাঝে ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত  
মিজানুর রহমান, (ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধি :শেরপুরে প্রতি বছর তরুন যুবকদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করলেও এ বছর ব্যতিক্রমী (পঞ্চাশোর্ধ) বয়সের মুরিব্বীদের মাঝে ফুটবল খেলার আয়োজন করে পুরো জেলাতে আলোচনায় এসেছে কামারের চরের সাহাব্দীর চর তরুন সমাজ ৷
শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের সাহাব্দীর চর ভাংরিপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বয়ষ্ক মুরুব্বীদের মাঝে ফাইনাল ফুটবল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার ( ১ জুলাই) কামারের চরের সাহাব্দীর চর ভাংরী পাড়া নতুন ঈদগাহ মাঠে উক্ত খেলাটি অনুষ্ঠিত হয় ৷খেলায় অংশগ্রহণ করেন কামারের ইউনিয়নের বয়ষ্ক ফুটবল একাদশ বনাম চরমোচারিয়া ইউনিয়নের ফুটবল একাদশ ৷
খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৯নং চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম সাব্বির আহাম্মেদ খোকন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ছায়েদুর রহমান ,মোঃ আব্দুল হান্নান সরকার,খন্দকার মিজানুর রহমান মিজান ,প্রিয় অতিথি ইন্জিনিয়ার মিনাল শেখ ,
খেলায় ধারাভাষ্য হিসেবে উপস্থিত ছিলেন মোজাহিদুল ইসলাম সুমন সহ স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ ৷
খেলা দেখতে আসা ৯নং চরমোচারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য এমদাদুল হক মাঠু বলেন ,আমার বয়স ৭০ বছর আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখেছি এতো মানুষ দেখি নাই ৷খেলে দেখে ভালোই লাগছে ৷
এ সময় ইউপি চেয়ারম্যান বলেন ,ঈদ পরবর্তী আজকের ব্যতিক্রমী খেলা আয়োজন হওয়ায় হাজার হাজার দর্শক সমাবেত হয়েছে যা দেখে ব্যাক্তিগত ভাবে আমি খুবই খুশি ৷ এরকম খেলা প্রতি বছর আয়োজন করতে আমি সার্বিক সহযোগিতা করবো ইনশা আল্লাহ ৷
ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার ১নং কামারের চর ইউনিয়ন ৩-১ গোলে ৯নং চরমোচারিয়া ইউনিয়ন কে পরজিত করে চ্যাম্পিয়ন হয় ৷
বিজয়ী দলকে প্রথম পুরষ্কার দেওয়া হয়েছে একটি এলইডি টেলিভিশন পরাজিত দলকে দ্বিতীয় পুরষ্কার হিসেবে দেওয়া হয়েছে মোবাইল ফোন ৷