জামালপুর

মাদারগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ২ অগাস্ট ২০২৩ , ৮:৪৪ পিএম অনলাইন সংস্করণ

মাদারগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত



মাদারগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত 
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট সভা অনু্ষ্ঠিত হয়েছে। ০২ আগস্ট ( বুধবার ) বেলা ২ ঘটিকায় পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে পৌরসভার হলরুমে এসভা অনুষ্ঠিত হয়৷পবিত্র কোরআন তেলোওয়াত এর মধ্য দিয়ে বাজেট সভা শুরু হয়। মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রুপকল্প ২০৪১ সালের মধ্যে এ দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা। আর এ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সরকারের মাদারগঞ্জ পৌরসভাকে শক্তিশালী ও আধুনিক পৌরসভা গঠণে সকল উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে তৃণমূল পর্যায়ের জনগনকে সম্পৃক্ত করে টেকসই উন্নয়নই এ বাজেট সভার উদ্দেশ্য। জনকল্যাণমুখী এ বাজেট বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। জনকল্যাণমুখী প্রস্তাবিত এ বাজেট তুলে ধরেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির। বাজেট সভা পরিচালনা করেন মাদারগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ শামিম আহম্মেদ দুদু, কাউন্সিলর নজরুল ইসলাম, হাসানুজ্জামান সাগর, হানিফ উদ্দিন, মহিলা কাউন্সিলর ফাহিমা বেগম প্রমূখ। এ সময় মাদারগঞ্জ পৌরসভার প্রকৌশলী জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী পারেক আহম্মেদ, হিসাবরক্ষক সাখাওয়াত হোসেন সুজন সহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাবলু, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সর্বমোট আয় ধরা হয়েছে ৪,৪০,৬৪,৩২২,০০/- (চার কোটি চল্লিশ লক্ষ চৌষট্টি হাজার তিনশত বাইশ টাকা মাত্র ও ব্যায় ধরা হয়েছে ৩,৮২,৯৫,০০০,০০/- ( তিন কোটি বিরাশি লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র। সর্বমোট প্রস্তাবিত বাজেট একান্ন কোটি ষাট লক্ষ ঊনষাট হাজার তিনশত এগার টাকা মাত্র।