দেশজুড়ে

একুশে পাঠচক্রের নিয়মিত অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৯ এপ্রিল ২০২৪ , ৭:৪৩ পিএম অনলাইন সংস্করণ

একুশে পাঠচক্রের নিয়মিত অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর (১৯এপ্রিল) শুক্রবার বিকাল ৪টায় সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

‘বৈশাখ ও বাঙালি সংস্কৃতির ইতিহাস ‘ শিরোনামে একুশে পাঠচক্রের ৩৭তম আসরে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রবন্ধ পাঠ করেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী।

বক্তব্য উপস্থাপনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, আইনজীবী সমীর উদ্দিন ,শিক্ষক কার্তিক সাহা, ব্যাংক কর্মকর্তা অওয়াল হোসেন টুটুল,চন্দ্রিকা দ্যুতি ও মাসুক। সঞ্চালনা করেন সংস্কৃতিমান মানিক সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক সদানন্দ সরকার, শিক্ষক শঙ্করী সূত্রধর,
সাংবাদিক অমিত চক্রবর্তী প্রমুখ।
দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, পৌসি সাহা,বৃন্দা সাহা,মোনালি সাহা।কবিতা পাঠ করেন মাহবুবা জাহান,একুশে দ্যুতি।