দেশজুড়ে

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ৮ মার্চ ২০২৪ , ৫:৫০ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, সার্বিক (উপসচিব)।

অনুষ্ঠানের শুরুতে শিশু রোদেলা রাণী দে কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী কবিতাটি আবৃত্তি করেন।

শ্যামলী মালাকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফুল কবীর। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডা. মোবারক হোসেন, ব্র্যাক কর্মকর্তা ফারহানা মিল্কী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমূখ।

এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী ও নারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।