শেরপুর

শেরপুরে গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৩ নভেম্বর ২০২৩ , ৮:১১ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম: শেরপুর জেলার সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপ পেইজ এডমিনদের সাথে জেলা পুলিশ পুলিশের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সাইদুর রহমানের সঞ্চালননায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খোরশেদ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন, ৩৬০ ডিগ্রি পেইজ এডমিন সাংবাদিক ইমরান হাসান রাব্বি,
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার আল আমিন রাজু,
শ্যামল বাংলা টুয়েন্টিফর ডটকম পেইজ এডমিন সাংবাদিক জুবাইদুল ইসলাম, ভয়েস অফ ঝিনাইগাতী এডমিন সাংবাদিক মনিরুল ইসলাম, রক্তদান সমাজ কল্যাণ সংস্থার এডমিন জাহাঙ্গীর আলম, প্রস্ফুটিত পেইজের এডমিন রাশেদুল ইসলাম, ক্লিন আপ শেরপুর পেইজ এডমিন সাংবাদিক মেহেদী হাসান শামীম, আজকের তারুণ্য সভাপতি রবিউল ইসলাম রতন, শেরপুর হেল্পলাইন এডমিন শারমীন আক্তার শম্পা,
ঝিনাইগাতী থেকে যা কিছু দেখেছি এডমিন আতিকুল ইসলাম, আমাদের শেরপুর এডমিন মো: জনি,  ঝিনাইগাতী হেল্পলাইন এডমিন মোরাদ হোসাইন, শ্রীবরদী হেল্পলাইন এডমিন জাহিদুল ইসলাম, আমাদের শ্রীবরদী এডমিন শুক্কুর আলী, ভিবিডি শেরপুর এডমিন মশিউর রহমান, শ্যামলী নিউজ এডমিন রাজাদুল ইসলাম বাবু, নিউজ নকলা এডমিন রাইসুল ইসলাম রিফাত প্রমুখ।

পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ফেসবুক গ্রুপ পেইজ পরিচালনার ক্ষেত্রে এডমিনদের সচেতন হতে হবে। কোন ধরনের গুজব রটানো অথবা সোশ্যাল মিডিয়া মাধ্যমে দেশ ও মানুষের ক্ষতি সাধন না হয়। সেদিকে লক্ষ্য রাখতে হবে।