শেরপুর

শেরপুরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান

  স্বাধীন বাংলা নিউজ ৪ এপ্রিল ২০২২ , ৮:১৬ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান



শেরপুরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে স্মারকলিপি প্রদান 
শেরপুর প্রতিনিধি
শেরপুর শহরের নবীনগর এলাকার প্রধান সড়কসংলগ্ন পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে পৌর মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।
৪ এপ্রিল সোমবার দুপুর ২ টায় শেরপুর পৌরসভা কার্যালয়ে পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের হাতে এ স্মারকলিপি তুলে দেন সবুজ আন্দোলন, শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, শহরের প্রবেশদ্বারে অবস্থিত আমনকুড়া বিলের ময়লার ভাগাড়টি স্থানান্তরের কথা থাকলেও পৌরসভার ময়লা ফেলা এখনও অব্যাহত রয়েছে। ভাগাড়ে পঁচা দুর্গন্ধযুক্ত ময়লা ফেলার কারণে সেখানে দুর্গন্ধসহ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ এলাকাবাসী। তাই দ্রুত সময়ের মধ্যে ওই ময়লার ভাগাড়ে ময়লা ফেলা বন্ধসহ ভাগাড়টি স্থানান্তরিত করার দাবি জানান সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত ডাম্পিং স্টেশনটির নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। ঠিকাদারি প্রতিষ্ঠান সময়মতো কাজটি শেষ করতে না পারায় ময়লার ভাগাড়টি পুরোপুরি স্থানান্তর করা সম্ভব হয়নি। তবে শহরের বেশিরভাগ ময়লা এখন জেলখানা মোড়ের দক্ষিণ পাশে লাশকাটা ঘরের কাছে ফেলা হচ্ছে। খুব অল্প পরিমাণ ময়লা নবীনগরে ফেলা হয়। মৃগী নদীর পাড়ে অবস্থিত ডাম্পিং স্টেশনটির কাজ শেষ হয়ে গেলে আগামী মে মাস থেকেই সেখানে সব ময়লা ফেলা হবে।
স্মারকলিপি প্রদানকালে সবুজ আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা আহবায়ক মো. মেরাজ উদ্দিন, সদস্য সচিব সাবিহা জামান শাপলা, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সোহেল, জুবাইদুল ইসলাম, মো. নাইম ইসলাম, এ্যাডভোকেট মো. আক্রামুজ্জামান, বুলবুল আহমেদ ও রবিউল ইসলাম রতন, সিনিয়র সদস্য ইমরান হাসান রাব্বী, মো. শাহরিয়ার শাকির, হামিদুর রহমান।