শেরপুর

শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১০ জুলাই ২০২৩ , ১১:৩৮ পিএম অনলাইন সংস্করণ

শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত



শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষে যৌথসভা অনুষ্ঠিত
 মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন (ক-শ্রেণিভুক্ত) পরিবার শতভাগ পুর্নবাসন যাচাইকরণ এবং শ্রীবরদী উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক। 
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমুখ। 
এছাড়াও একইসাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা, আশ্রয়ণ-২ প্রকল্প বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে।