দেশজুড়ে

শেরপুরে ইসতিসকার নামাজে কাঁদলেন হাজারো মুসল্লি

  স্বাধীন বাংলা নিউজ ৩০ এপ্রিল ২০২৪ , ২:১২ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ইসতিসকার নামাজে কাঁদলেন হাজারো মুসল্লি

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: সারাদেশের মতো শেরপুর জুড়েও তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত। পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে তওবা, ইসতিসকার নামাজ ও দোয়া আদায় করেছেন জেলার মুসলমানরা। এসময় কয়েক হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় শহরের পৌর ঈদগাহ মাঠে এ ইসতিসকা নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন স্থানীয় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইত্তেফাকুল উলামা নেতা মুফতি রফিকুল ইসলাম, ইদ্রিসিয়া মাদরাসার অধ্যক্ষ মো. ফজলুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, তেরাবাজার সিদ্দিকিয়া জামিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হযরত আলী প্রমুখ।

ইসতিসকার নামায শেষে মোনাজাতে তীব্র দাবদাহ থেকে পরিত্রাণ পেতে ও বৃষ্টি জন্য কান্না জড়িত কন্ঠে মহান আল্লাহ কাছে প্রার্থনা করেন হাজারো মুসল্লি।