দেশজুড়ে

শ্রীবরর্দী সদর ইউনিয়নে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৪ ফেব্রুয়ারী ২০২৪ , ৯:৪৫ পিএম অনলাইন সংস্করণ

শ্রীবরর্দী সদর ইউনিয়নে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত।

মিজানুর রহমান,(ঝিনাইগাতী) শেরপুর প্রতিনিধিঃশেরপুর জেলার শ্রীবরর্দীতে মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, যৌতুক,সাইবার অপরাধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৩ ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শ্রীবরদী থানার উদ্যোগে উপজেলার ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়নের দহেড়পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অ্যাপস মো আরাফাতুল ইসলাম,থানার ওসি কায়ুইম খান সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মো:ফরিদুজ্জামান খান।

এতে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,ইউপি সদস্য মাহফুজুর রহমান মাফি,সহকারী শিক্ষক ইজ্জত আলী,সমাজ সেবক হেদায়েতুল ইসলাম প্রমুখ।

উপ পুলিশ পরিদর্শক আরশাউল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যেনের মধ্যে থানা সেকেন্ড অফিসার এসআই আখতারুজ্জামান,স্থানীয় আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার,কৃষক লীগ নেতা বনিজ উদ্দিন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক,
জনপ্রতিনিধি,শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।