দেশজুড়ে

শেরপুরে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ১৫ জানুয়ারী ২০২৪ , ৪:২৯ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে আস্থা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরে আস্থা প্রকল্পের জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার সকালে স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের  সম্মেলনকক্ষ রজনীগন্ধায় ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল,
প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার, সাংবাদিক হাকিম বাবুল, ঝিনাইগাতী উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নীরু শামছুন্নাহার নীরা, নারী উদ্যোক্তা সাজেদা পারভীন ঝিনুক, সানজিদা জেরিন প্রমুখ।

এসময় অন্যান্য মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, সহকারী কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক, আস্থা প্রকল্পের মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি, ফিল্ড অফিসার সাইকা উম্মাসী, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শেরপুর সদর উপজেলা যুব ফোরামের আহবায়ক সাংবাদিক মেহেদী হাসান শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বক্তব্যে বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গুলোকে দেশ প্রেমে উজ্জীবিত হয়ে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। সেই সাথে বেকার যুবকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। দেখাতে হবে আত্মস্বাবলম্বীতার পথ। তবেই প্রকল্পের উদ্দেশ্য সফল হবে।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল বলেন, আস্থা প্রকল্পটি সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা এসডিসি’র সহায়তায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি বাস্তবায়ন করছে। এ প্রকল্পে মাধ্যমে জেলার যুব সমাজকে জীবন মানউন্নয়নে এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের দক্ষতা বৃদ্ধি করা হবে।

সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ময়মনসিংহ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।