দেশজুড়ে

শেরপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

  স্বাধীন বাংলা নিউজ ২৯ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৮ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: শেরপুরে বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২৩ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ইনডোরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপ্স) (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো: খোরশেদ আলম।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল খেলায় নারী (একক), নারী মিশ্র দ্বৈত এবং পুরুষ (একক) ও পুরুষ মিশ্র দ্বৈতসহ সর্বমোট ৪টি দল অংশগ্রহণ করেন। পরে বিজয়ী ও রানারআপদের মাঝে ট্রফি ও নগদ অর্থ প্রদান করেন অতিথিবৃন্দ।