শেরপুর

শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  স্বাধীন বাংলা নিউজ ২৮ ডিসেম্বর ২০২৩ , ২:১৩ এএম অনলাইন সংস্করণ

শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেহেদী হাসান শামীম,
শেরপুর প্রতিনিধি: ‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশন ১৯ বছরে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বৈশাখী টেলিভিশনের প্রতিবার্ষিকী পালিত হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার দুপুরে বৈশাখী টিভির আয়োজনে জেলা প্রশাসনের তুলশীমালা ট্রেনিং সেন্টার কাম সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটুর সভাপতিত্বে ও সাংবাদিক তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা রায়, আব্দুর রফিক মজিদ, মাসুদ হাসান বাদল, কাজী মাসুম, মারুফুর রহমান, প্রভাষক রফিকুল ইসলাম, গোলাম রব্বানী টিটু, জুবাইদুল ইসলাম, মেহেদি হাসান শামীমসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।