দেশজুড়ে

শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

  স্বাধীন বাংলা নিউজ ১০ ডিসেম্বর ২০২৩ , ৭:৫৫ পিএম অনলাইন সংস্করণ

শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: “সবার জন্য স্বাধীনতা, সমতা এবং ন্যায় বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। ১০ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার সংস্থা আমাদের আইন, 
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুস), আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ও
আইন সহায়তা ফাউন্ডেশনের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উদ্ভোদন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  তুলশীমালা কম্পিউটার ল্যাব অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপসচিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সভাপতিত্বে ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: মো: মোবারক হোসেন, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, মানবাধিকার সুরক্ষা কমিটির প্যানেল আইনজীবী  শক্তিপদ পাল, আমাদের আইনের চেয়ারম্যান নুর-ই আলম চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, মানবাধিকার পূর্ণ  প্রতিষ্ঠার মাধ্যমে  বৈষম্য মূলক সমাজ বির্নিমাণে রাষ্ট্র প্রতিশুতি বদ্ধ।  মানবাধিকার  সুরক্ষায় সংশ্লিষ্ট সকলকে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী  যেন মানবাধিকার এর সুফল পায় সে দিকে দৃষ্টি দিতে হবে। সকলের অধিকার নিশ্চিত রাখার জন্য সচেষ্ট হতে হবে।